আবীর একজন সাবেক আসামী যাকে ভুল মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এতে তার শিশু সন্তান এবং স্ত্রী অসহায় হয়ে পড়ে যেহেতু তাদের আর্থিক অবস্থা খুব স্বচ্ছল ছিল না। ঘটনাক্রমে সে জেল থেকে পালায় এবং অন্য নামে মূলধারার সমাজে বসবাস শুরু করে। সে মানসম্মত একটা চাকরি খুঁজে পায় এবং পরিবার নিয়ে সুখে বসবাস করতে থাকে। একদিন তার সামনে একজন নির্দোষ ভবঘুরেকে 'আবীর' ধরে নিয়ে পুলিশ গ্রেপ্তার করে এবং যাবজ্জীবন কারাদণ্ডের উদ্দ্যেশ্যে নিয়ে যায়।